ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

রোববার পুঁজিবাজার খোলা থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
রোববার পুঁজিবাজার খোলা থাকবে ...

ঢাকা: ‘লকডাউন’ শিথিলের ঘোষণায় সাপ্তাহিক ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে রোববার ব্যাংক খোলা থাকবে।

ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারও খোলা থাকছে।

বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কঠোর ‘লকডাউনের’ কারণে গত দুই সপ্তাহ রোববার ব্যাংকিং লেনদেন বন্ধ ছিল। ‘লকডাউন’ শিথিল হওয়ায় রোববার (১৮ জুলাই) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগের নিয়মেই পুঁজিবাজারের লেনদেন চলবে। তবে ২৩ জুলাই থেকে আবারো কঠোর ‘লকডাউন’ শুরু হলে সময় কমিয়ে পুঁজিবাজারের লেনদেন চলবে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।