ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সুইজারল্যান্ডে দু’দিনব্যাপী ‘রোড শো’ শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
সুইজারল্যান্ডে দু’দিনব্যাপী ‘রোড শো’ শুরু সোমবার

ঢাকা: পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে সুইজারল্যান্ডে দু’দিনব্যাপী ‘রোড শো’ শুরু হচ্ছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে দু’দিনব্যাপী ‘রোড শো’ সুইজারল্যান্ডে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময়: দুপুর দেড়টা) শুরু হচ্ছে।

প্রথম দিন সুইজারল্যান্ডের জুরিখে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময়: দুপুর দেড়টা) রোড শোয়ের কার্যক্রম শুরু হয়ে তা শেষ হবে দুপুর ১টা (বাংলাদেশ সময়: বিকেল ৫টা)। আগামী ২২ সেপ্টেম্বর রোড শো হবে জেনেভায়।

রোড শোতে সুইজারল্যান্ডে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। একইসঙ্গে প্রবাসীরা কীভাবে পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগ করবে সেই কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে।

দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে এর আগে দুবাই ও যুক্তরাষ্ট্রে ‘রোড শো’ আয়োজন করে বিএসইসি।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।