ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই বাড়ছে শেয়ারের দর বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
সোমবার (১৮ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি আলহাজ্ব টেক্সটাইলেকে নোটিশ পাঠায় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ১৭ জুলাই জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এসএমএকে/এমএমজেড