ঢাকা: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অরিয়ন ইনফিউশনের শেয়ারের দর ২১.৪৮ শতাংশ কমেছে। বিদায়ী সপ্তাহে (২০-২৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৮০টির বা ২১.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৪৩.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৬২.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৮১.২০ টাকা বা ২১.৪৮ শতাংশ কমেছে। ডিএসইর টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- সিনোবাংলার ১৬.৭৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ১৬.২৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৪.৫৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১৩.১৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৭৫ শতাংশ, সোনালী আঁশের ১১.৪৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১১.৩৯ শতাংশ, জেনেক্সের ১০.৪৩ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর ১০.২৯ শতাংশ কমেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসএমএকে/এমএমজেড