ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

রাঙ্গাবালীতে বয়ঃসন্ধিকালের সুস্বাস্থ্য নিয়ে শুভসংঘের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
রাঙ্গাবালীতে বয়ঃসন্ধিকালের সুস্বাস্থ্য নিয়ে শুভসংঘের সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী): কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকাল ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সচেতনতামূলক সভা করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী শাখার উদ্যোগে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশনে বসুন্ধরা শুভসংঘ স্কুলের কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অর্ধশতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

বসুন্ধরা শুভসংঘের রাঙ্গাবালী শাখার সমন্বয়ক এম সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বেসরকারি সংস্থা জাগোনারীর লাস্ট মাইল এডুকেশন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহিন আহম্মেদ, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এর জলবায়ু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের কো-অর্ডিনেটর মোহসীন তালুকদার, ভার্কের ফিল্ড ফ্যাসিলিটেটর শামিমা আক্তার।  

এ সময় বক্তারা বলেন- জন্মের পর থেকে শিশু প্রতিটি সমস্যার সমাধানে মা-বাবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই শিশু বড় হয়ে কৈশোরে পদার্পনের পর শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো সম্পর্কে মা-বাবার সঙ্গে খোলা মেলা আলোচনা করতে পারে না। ছোটবেলা থেকে মা-বাবার হাত ধরে চলা ছেলে বা মেয়েটির তখন কৈশোরের এ পরিবর্তন সামলানোর ক্ষমতা থাকে না। মেয়েদের ক্ষেত্রে শারীরিক ধকলটা বেশি যায় বলে অবস্থা আরো করুণ হয়ে পড়ে। এসব ব্যাপার বাবা-মায়ের সঙ্গে শেয়ার করা যাবে না এমন ধারণার ফলে অভিভাবকের সঙ্গে সন্তানের দূরত্ব বাড়তেই থাকে যা তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই ছোটবেলা থেকেই অভিভাকের উচিত সন্তানকে নিয়মিত সময় দেওয়া। ছোটবেলা থেকেই যদি বাবা-মা সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশে একসঙ্গে সময় কাটান তবে বয়ঃসন্ধির সময়টায় এসে সন্তান সবকিছুই তাদের সঙ্গে শেয়ার করতে পারেবে। তাই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটান এবং আগে থেকেই তাকে বয়ঃসন্ধি সময়ের আশু পরিবর্তন সম্পর্কে জানানো উচিত।  

বক্তারা আরও বলেন, বয়ঃসন্ধির সময়টায় সন্তানের বন্ধুদের সম্পর্কে জানুন। অনেক সময় এই বয়সটায় অসৎ সঙ্গে পড়ে সন্তান ভুল পথে পরিচালিত হয়। তবে সন্তানের উপর এই নজরদারির মানে এই নয় যে তার মোবাইলের মেসেজ ঘেঁটে দেখতে হবে কিংবা প্রতিটি বিষয়ে জবাবদিহি চাইতে হবে। এর চেয়ে আগে থেকেই সন্তানকে বন্ধু নির্বাচনের ব্যাপারে সচেতন করুন। ছেলে বা মেয়ের বন্ধুদের বাসায় নিয়ে এসে তাদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলুন। এভাবে সন্তানের ওপর নজরদারিও অক্ষুন্ন থাকবে এবং একই সঙ্গে বিষয়টি নিয়ে সন্তানের মনে কোনো প্রশ্নই আসবে না।  

আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাগোনারীর লাস্ট মাইল এডুকেশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল কাদের, দৈনিক ডেল্টা টাইমস ও আমাদের বার্তার রাঙ্গাবালী প্রতিনিধি সাংবাদিক এম এ ইউসুফ আলী, নাগরিক টেলিভিশন ও দেশরূপান্তরের রাঙ্গাবালী প্রতিনিধি তুহিন রাজ, নয়াদিগন্তের পায়রা বন্দর প্রতিনিধি জায়ান আহম্মেদ রবিন, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা হাবিবা বেগম, উম্মেহানি প্রমুখ।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক ঝিলাম তাওহীদ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ