ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

জহুরচান বিবি মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
জহুরচান বিবি মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুরচান বিবি মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ নভম্বের) সকালে কলেজের অডিটরিয়ামে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন করা হয়।

 

জহুর চান বিবি মহিলা কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করবেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সোহানা সাবরিন জারা ও সাধারণ সম্পাদক হয়েছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুসলিমা আক্তার প্রীতি, জেসিন তালুকদার, জান্নাত আরা ফেরদৌস রিয়া, সুমাইয়া আক্তার রিয়া, সাযিদাতুল জান্নাত, নুসরাত জাহান মেরিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া আক্তার, মোছা. খাইরুনন্নেছা জেবু, মন্টি দাশ, খাদিজা আক্তার প্রিয়া, সোনিয়া আক্তার সোনিয়া, ফৌজিয়া আক্তার সাবিহা, সাংগঠনিক সম্পাদক কুলসুম আক্তার স্বপ্না, সহ-সাংগঠনিক সম্পাদক লিলি আক্তার, সাদিয়া সুলতানা মাহি, অর্থ সম্পাদক নুসরাত জাহান নওরীন, দফতর সম্পাদক তাকমিদা আক্তার, নারী বিষয়ক সম্পাদক সাজিদা আক্তার, ইভেন্ট সম্পাদক সুলতানা আক্তার পান্না, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার কারিমা, প্রচার সম্পাদক সাবরিনা ইয়াসমিন জ্যোতি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মানসুরা আক্তার নোফা।

কমিটিতে আরও রয়েছেন, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মারুফা আক্তার রিমা, ক্রীড়া সম্পাদক মোছা. ফাতেমা জান্নাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার সালমা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক নাদিয়া খানম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলিমা আক্তার রিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক তানিয়া খানম, সমাজকল্যাণ সম্পাদক ছালমা আক্তার, কার্যকারী সদস্য মাসুমা আক্তার, সামিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস তামান্না, সোনিয়া ইয়াসমিন সায়মা ও সোরাইয়া আক্তার শিমু।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক তহুরা বেগম, শাহীন মিয়া, আরিফুর রহমান ও রুবেল মিয়া।

বসুন্ধরা শুভসংঘে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে নবাগত কমিটির সদস্যরা জানান, বসুন্ধরা শুভসংঘ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে যুক্ত হয়ে তারা নতুন দক্ষতা অর্জন, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন।  
তারা জানান, বসুন্ধরা শুভসংঘ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারা দেশ ও সমাজের জন্য আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত হচ্ছেন।
বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজে শাখার উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের কাজের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বাবলম্বী হওয়ার পথ দেখছে। দারিদ্র্য শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এ রকম একটি সংগঠনে কলেজের শিক্ষার্থীদের যুক্ত করতে পেরে ভালো লাগছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।