ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘আমার বর্ণমালা’ প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘আমার বর্ণমালা’ প্রতিযোগিতা

বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো শুদ্ধভাবে বাংলা বর্ণমালা উচ্চারণ এবং নির্দিষ্ট সময়ে ‘ক’ থেকে ‘ৎ’ পর্যন্ত বলতে পারা নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ‘আমার বর্ণমালা’।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বুড়িমুটকী সপ্রাবি তেঁতুলিয়া এর প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছোট্ট সোনামণিরা।

অনুষ্ঠানের অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা শবনম বলেন, অত্যন্ত চমৎকার ভাবে বর্ণমালা উচ্চারণ করতে এবং বলতে পেড়েছে প্রত্যেক শিক্ষার্থী, তাদের মধ্যে অন্যরকম এক চঞ্চলতা ছিল প্রতিযোগিতা ঘিরে, যেটা আমাদের সত্যিই মুগ্ধ করেছে ।

বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে  প্রতিযোগিতা পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা শুভসংঘের সহ সভাপতি সারোয়ার সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক  শাকিল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ সেলিম নিয়ন।

বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন সকল শিক্ষক শিক্ষার্থী ও শুভসংঘের বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুন্দর বাংলাদেশ গড়তে ভবিষ্যতে আরো শুভ কাজের উদ্যোগ নিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আসলাম আসিক, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান বিজয়, সদস্য সিফাত রাসেল ও সিহাব।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।