ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত, আহত ২

আনোয়ার হোসেন, সিঙ্গাপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত, আহত ২

সিঙ্গাপুর: সিঙ্গাপুরে গায়ের উপর নির্মাণাধীন ভবনের কংক্রিট স্ল্যাব ধসে পড়ে মারা গেছেন রাতুল (২৩) নামে বাংলাদেশি এক নির্মাণশ্রমিক। এ ঘটনায় আরও ২ বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।



শনিবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের পাইওনিয়ার রোডে অবস্থিত ‘সানভিউ ওয়ে’ ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির মাটির নিচে নির্মাণাধীন একটি স্থাপনা পরীক্ষা করতে গেলে নবনির্মিত প্রায় দুইশ’ কেজি ওজনের একটি কংক্রিট স্ল্যাব তার গায়ের উপর ধসে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন রাতুল। এ সময় তার সঙ্গে থাকা আরও ২ বাংলাদেশি নির্মাণশ্রমিক আহত হন।

উদ্ধার কর্মীদের ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান রাতুল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতুলের লাশ দেশে ফেরত পাঠানো হয়। মাত্র এক মাস আগে নির্মাণশ্রমিক হিসেবে চাকরি নিয়ে সিঙ্গাপুর এসেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ