ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সিঙ্গাপুর

মালয়েশিয়া বিএনপির কমিটিকে সিঙ্গাপুর বিএনপির অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
মালয়েশিয়া বিএনপির কমিটিকে সিঙ্গাপুর বিএনপির অভিনন্দন বাদলুর রহমান খান, মাহবুব আলম শাহ, মোশারফ হোসেন ও মির্জা সালাউদ্দিন

মালয়েশিয়া: মালয়েশিয়ায় বিএনপির নবগঠিত কমিটিকে  প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে সিঙ্গাপুর শাখা বিএনপি।

শনিবার (১৭ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের মালয়েশিয়া শাখার নতুন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনসহ নেতাদের এ অভিনন্দন জানান।

তাদের নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও অভিনন্দন জানান আবদুল কাদের।

শুভেচ্ছা বার্তায় তিনি  বলেন, দেশ ও দল আশা করে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, মাহবুব আলম শাহ, মোশারফ হোসেন ও মির্জা সালাউদ্দিনের নেতৃত্বে মালয়েশিয়া বিএনপি সরকার পতনের আন্দোলনে তাদের তৎপরতা অব্যাহত রাখবে এবং জনগণের চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে।

তাদের দক্ষ নেতৃত্ব প্রবাসে সরকারবিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ