ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিক নিহত

মো.আল আমিন হোসেন, সিঙ্গাপুর থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিঙ্গাপুর সিটি: সিঙ্গাপুরে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন হাসান (২৫) নামের এক নির্মাণ শ্রমিক। তার বাড়ী মুন্সীগঞ্জের কাওয়ের গ্রামে।



গত ১৯ ডিসেম্বর (শনিবার) কর্মস্থলে ওভার টাইমের কাজ করছিলেন হাসানসহ আরো বেশ কিছু প্রবাসী শ্রমিক। বিকেলের দিকে মাটি কাটা মেশিনের (ইস্কাভেটর) একটি অংশ হঠাৎ ছুটে এসে সজোরে আঘাত হানে হাসানের শরীরে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসান।

সিঙ্গাপুর হাইকমিশনের শ্রম ও কল্যাণ উইং এর কাউন্সিলর আয়শা সিদ্দিক শেলী জানান সকল প্রক্রিয়া শেষে ২১ ডিসেম্বর হাসানের লাশ দেশে পাঠানো হয়েছে।

২০১১ সালে "ডিঙ্গা জিওলোজিকেল" নামক একটি কোম্পানিতে কাজ নিয়ে সিঙ্গাপুরে আসেন হাসান। মধ্যবিত্ত পরিবারের সন্তান হাসান। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ