ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যু

সিঙ্গাপুর থেকে আনোয়ার হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যু মোঃ মনির হোসেন

সিঙ্গাপুর: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিঙ্গাপুর প্রবাসী একজন বাংলাদেশি কর্মী।

গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল দশটায় মোঃ মনির হোসেন নামের এই প্রবাসী বাংলাদেশি তার কর্মস্থল সীমা ইঞ্জিনিয়ারিংয়ে কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে টান টক সেং হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মারা যান তিনি।

সিঙ্গাপুরের কালাং বাহরুতে নামাজে জানাজা শেষে শনিবার (০২ জানুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মোঃ মনির হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা (কাশেমবাজার) গ্রামের  বাসিন্দা। তার বাবার নাম মোঃ মজিবুর রহমান।

মাত্র কয়েকমাস আগে তিনি দেশে গিয়ে বিয়ে করে আবার উপার্জনের জন্য সিঙ্গাপুর ফিরে এসেছিলেন। চাকরিতে যোগদানের মাত্র তেইশ দিনের মাথায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বাবা-মায়ের একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ