ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আগুনে ফ্লাইট স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আগুনে ফ্লাইট স্থগিত সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আগুনে ফ্লাইট স্থগিত

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আগুন লাগায় অনির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে

মঙ্গলবার (১৬ মে) বিকেলে ৫টায় এয়ারপোর্টের টার্মিনাল-২ এর বহির্গমন হলে আগুনের সূত্রপাত হয়।  

এ সময় পুরো হল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে অপেক্ষমান যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

যাত্রার জন্য প্রস্তুত প্লেনগুলো থেকে যাত্রী এবং ক্রুদের রানওয়েতে নামিয়ে দেওয়া হয়েছে। ধোঁয়ায় তিন যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ঘোষণা দেয়। তবে অনির্দিষ্ট সময়ের জন্য টার্মিনাল-২ এ অবস্থানকারী সব ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে।  

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স ফোর্স।

বাংলাদেশ সময়: ২২০৫  ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ