ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

সিঙ্গাপুর

ফেসবুকে মানুষ কি করে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ফেসবুকে মানুষ কি করে! ফেসবুকে কোন বিষয়ে কেমন আগ্রহ। ছবি: মাজেদুল নয়ন

সিঙ্গাপুর থেকে: উন্নত দেশের মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক। পরিবহনে পাশের মানুষের সঙ্গে গল্পের চেয়ে তারা বেশি সময় কাটান ফেসবুকে। অনেকেই ধারণা করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষের পড়ার অভ্যাস কমে যাচ্ছে। তবে সমীক্ষায় দেখা গেছে, মানুষ ফেসবুকে সবচেয়ে বেশি অনলাইন সংবাদই পড়েন।

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটির উই কিম উই স্কুল অব কমিউনিকেশন ‍অ্যান্ড ইনফরমেশনের সহযোগী অধ্যাপক এডসন সি. তানদোই ফেসবুক ব্যবহারকারীদের ওপর এক সমীক্ষা চালান। গবেষণায় দেখা যায়, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৭ দশমিক ২ শতাংশ মানুষ অনলাইন নিউজের শিরোনাম পড়েন।

ফলে ফেসবুকে সংবাদ পড়ার প্রবণতা বাড়ছে বলেই মনে করেন তিনি।

এরপরই রয়েছে পুরো সংবাদ পড়ার প্রবণতা। ৭৬ দশমিক ৪ শতাংশ মানুষ ফেসবুকের লিংক থেকে পুরো সংবাদ পড়েন।

এরপর রয়েছে ভিডিও দেখা। ৭৬ দশমিক ২ শতাংশ মানুষ ফেসবুকে ভিডিও দেখেন। অন্যদের ফটো দেখেন ৭৩ দশমিক ২ শতাংশ মানুষ। অন্যের স্ট্যাটাস পড়েন ৭১ শতাংশ, অন্যের টাইমলাইন ঘুরে দেখেন ৬২ দশমিক ৮ শতাংশ, অন্যের সঙ্গে চ্যাট করেন ৬০ দশমিক ৮ শতাংশ, অন্যের পোস্ট শেয়ার করেন ৬০ দশমিক ৬ শতাংশ, অন্যের পোস্টে কমেন্ট করেন ৫৯ দশমিক ৬ শতাংশ, নিজের ছবি পোস্ট করেন ৫৭ দশমিক ২ শতাংশ, নতুন স্ট্যাটাস পোস্ট করেন ৫৩ দশমিক ৮ শতাংশ, নতুন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান ৫১ দশমিক ৮ শতাংশ, বিজ্ঞাপনে ক্লিক করেন ৫১ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী।

ফেসবুকে কোন বিষয়ে কেমন আগ্রহ।  ছবি: মাজেদুল নয়ন২০১৬ সালের অক্টোবরে ১ হাজার ৪৫ জন সিঙ্গাপুরবাসীর ওপর এই গবেষণা পরিচালিত হয়। একই গবেষণায় দেখা যায়, ফেসবুকে ৪৪ দশমিক ৪ শতাংশ মানুষ দেশের সংবাদ পড়েন এবং ৪৩ দশমিক ৭ শতাংশ মানুষ দেশের টেলিভিশন দেখেন।

এশিয়ান জার্নালিজম ফেলোশিপের অধীনে গত ১৮ অাগস্ট 'সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কি করে!' শীর্ষক এক উপস্থাপনায় এ তথ্য উপস্থাপণ করেন অধ্যাপক এডসন।

গবেষণায় দেখা যায়, সিঙ্গাপুরের ৫০ লাখ ৭৪ হাজার নগরবাসীর মধ্যে ৮২ শতাংশ অর্থাৎ ৪০ লাখ ৭১ হাজার মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। যেখানে ৪০ লাখ ৪ হাজার মানুষ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। ইউনিক মোবাইল ব্যবহারকারী রয়েছেন ৪০ লাখ ৮৯ হাজার জন এবং মোবাইলে ব্যবহারকারীদের মধ্যে ৪০ লাখ মানুষ সক্রিয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারি।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ