ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভারোত্তোলনে আট নতুন জাতীয় রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ভারোত্তোলনে আট নতুন জাতীয় রেকর্ড

ভারোত্তোনে একের পর এক নতুন  রেকর্ড গড়েই চলেছেন দেশে অন্যতম সেরা ভালোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আন্তঃসার্ভিস ভারোত্তোলনে এবার রেকর্ড গড়লেন তিনি।

একই সঙ্গে গতকাল (২৬ ডিসেম্বর) আরও সাতটি জাতীয় রেকর্ড হয়েছে এই আসরে।

আন্তঃসার্ভিস ভারোত্তোলন প্রতিযোগিতায় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মাবিয়া। তিনি মোট ১৮১ কেজি তুলেছেন। এর মধ্যে রেকর্ড গড়েছেন ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি ওজন তুলে। স্ন্যাচে তুলেছেন ৭৮ কেজি।

গত বাংলাদেশ গেমসে নিজের গড়া রেকর্ড মাবিয়া ভেঙ্গেছিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপে। জাতীয় চ্যাম্পিয়নশিপে স্ন্যাচে ১০২ কেজি ওজন তুলেছিলেন। এবার রেকর্ড গড়লেন এক কেজি বেশি তুলে।

তিন দিনব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সোমবার ছেলে ও মেয়েদের ৭টি ইভেন্ট হয়েছে। মেয়েদের ৫৯ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া ক্লিন অ্যান্ড জার্কে ৮৮ কেজি তুলে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মোট ১৫৫ কেজি তুলে। স্ন্যাচে তুলেছেন ৬৭ কেজি।

৭১ কেজিতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মনীরা কাজী। তিনি স্ন্যাচে রেকর্ড ৭৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১০০ কেজি এবং মোট রেকর্ড ১৭৫ কেজি তুলে স্বর্ণ জিতেছেন।

দ্বিতীয় দিনে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণীতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জিয়ারুল ইসলাম। তিনি স্ন্যাচে ১২৯ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৫৩ কেজিসহ মোট ২৮২ কেজি তুলে রেকর্ড গড়েছেন।

বাংলাদেশ সময়: ২৪২৯  ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।