ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ

বালক-বালিকা দ্বৈতে সেমিফাইনালে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
বালক-বালিকা দ্বৈতে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকার রমনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের খেলা চলছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বালক এবং বালিকা দ্বৈতের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।


 
বালক এককের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের জাওয়াদ ভূঁইয়া ৬-১, ৬-১ গেমে নেপালের নিশাদ যোশিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের তানভির মুন তুষার ৪-৬, ১-৬ গেমে প্রতিপক্ষ পাকিস্তানের রোহান এর নিকট পরাজিত হয়েছেন।

অন্যদিকে বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হুমায়রা হায়দার ০-৬, ০-৬ গেমে হেরেছেন চাইনিজ তাইপের ইয়েন সি চ্যাং এর কাছে।  

বালক দ্বৈতের খেলায় বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি ৬-২, ৬-২ গেমে লাওস এর দায়মন বওথালা-অথিত ক্যাসিং জুটিকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেন।

বালিকা দ্বৈতের খেলায় বাংলাদেশের হুমায়রা হায়দারা জারা-সুমাইয়া আক্তার জুটি ৬-২, ৬-৪ গেমে মঙ্গোলিয়ার আলদারখিশিং-গনবতার জুটিকে পরাজিত করে সেমি-ফাইনালে উঠেছেন।  

বালক এককের অন্যান্য খেলায় পাকিস্তানের তালহা, লাওস এর বাউনথালা, মিয়ানমারের দার ও, লাওস এর ক্যাসিং, চাইনিজ তাইপের শাও-চি ছু, মিয়ানমারের ফি সার সেই কোয়ার্টার ফাইনালে এবং বালিকা এককের সেমিফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং, নেপালের শিভালি গুরুং এবং মিয়ানমারের থাই হায়াত মিন্ট সেমি-ফাইনালে নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।