ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ রাশিয়ান পতাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ রাশিয়ান পতাকা অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়ান পতাকা হাতে এক দর্শক। ছবি: সংগৃহীত।

ইউক্রেন রাষ্ট্রদূতের আনা অভিযোগের পর অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করলো টেনিস অস্ট্রেলিয়া। গতকাল রাশিয়ার কামিলা রাখিমোভাকে ৫-৭, ৭-৬ (১০-৮), ১-৬ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ইউক্রেনের কাতারিনা বেইন্দল।

যদিও এই টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিজের দেশের পরিচয়ে খেলতে পারছেন না। তাদের খেলতে হচ্ছে নিরপেক্ষ হিসেবে।

কিন্তু মেলবোর্ন পার্কে কাতারিনার জয়ের ম্যাচে রাশিয়ান পতাকা হাতে দেখা গেল এক সমর্থককে। তা দেখে রীতিমত ক্ষোভে ফুঁসে ওঠেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল মিরোশিনচেঙ্কো।  

টুইটারে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে আজ (গতকাল) কাতেরিনা বেইনদলের খেলার সময় জনসম্মুখে রাশিয়ান পতাকা প্রদর্শন করায়, আমি শক্তভাবে এর প্রতিবাদ করছি। আমি টেনিস অস্ট্রেলিয়াকে অবিলম্বে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি কার্যকরের আহবান জানাই। ’

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অন্যতম সহায়ক বেলারুশ। ইউক্রেনের রাষ্ট্রদূতের অভিযোগের পরপরই আজ দুই দেশের পতাকা নিষিদ্ধ করেছে টেনিস অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ। আমাদের প্রাথমিক নীতি ছিল এই যে, সমর্থকরা পতাকা আনতে পারবেন কিন্তু খেলায় এর মাধ্যমে কোনো বিঘ্ন ঘটাতে পারবেন না। গতকাল আমরা দেখেছি কোর্টের পাশেই পতাকা প্রদর্শন করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়েছে। টেনিস উপভোগের জন্য সম্ভাব্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে কাজ চালিয়ে যাব। ’

গত উইম্বলডনে নিষিদ্ধ ছিলেন রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারলেও জাতীয়তা ছাড়াই খেলতে হচ্ছে তাদের। এনিয়ে হতাশা প্রকাশ করেন বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা। তিনি বলেন, ‘আমি সত্যিই মনে করি রাজনীতির সঙ্গে খেলাধুলার কিছু করার নেই। তবে সবাই যদি এতেই ভালো মনে করে, তাহলে ঠিক আছে। টেনিস তাদের ভালো বোধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। আমি কী করতে পারি এখানে? আমি কিছু করতে পারি না। ’

এদিকে ইউক্রেনের মার্তা কোস্তিউক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।