ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

করপোরেট কাবাডি লিগ 

কোয়ালিফায়ারের পথে টেকনো মিডিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
কোয়ালিফায়ারের পথে টেকনো মিডিয়া

একটা ম্যাচ পাল্টে দিয়েছে মেয়েদের করপোরেট কাবাডি লিগের কোয়ালিফায়ারে খেলার সকল সমীকরণ। টানা সাত ম্যাচ জেতার পর অষ্টম ম্যাচে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের সাথে ২৫-২৫ পয়েন্টে ড্র করেছিল ঢাকা টুয়েলভ।

১ পয়েন্ট পাওয়ায় কোয়ালিফায়ার খেলা শঙ্কার মুখে পড়ে ঢাকার।  

গতকাল বজলুর রশীদের দলটিকে ২৩-১৯ পয়েন্টে হারিয়ে আরও ঝুঁকিতে ফেলে কোয়ালিফায়ারের সম্ভাবনা উজ্জ্বল করেছে টেকনো মিডিয়া। জয়ের পর বাদশা মিয়ার দলের পয়েন্ট দাঁড়ালো ১৪। আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে মতলব থান্ডারকে হারাতে পারলেই প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে পা রাখবে তারা। ঢাকার পয়েন্ট ৯ ম্যাচে ১৫।  

কোয়ালিফায়ারে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে নরসিংদী লিজেন্ডের। আজ দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সকে ২৩-২০ পয়েন্টে হারানোর পর তাদের পয়েন্ট হয়েছে ১৬। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফিরতি পর্বের শেষ ম্যাচে ঢাকার মুখোমুখি হবে তারা। কোয়ালিফায়ারে খেলতে ম্যাচটি ঢাকার জন্য ‘অঘোষিত ফাইনাল’।  

নরসিংদী হারলে ও টেকনো মিডিয়া জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান ১৬, সেক্ষেত্রে দুই দলের নেট পয়েন্টের ভিত্তিতে চুড়ান্ত হবে কোয়ালিয়াফায়ারের দ্বিতীয় দল। যেখানে টেকনোর (৪২) চেয়ে এগিয়ে নরসিংদী (৬৪)। তবে কোয়ালিফায়ার খেলতে হার এড়াতে পারলেই চলবে নরসিংদীর।

জমে উঠেছে এলিমিনেটরের লড়াইও। যেখানে খেলার রেসে আছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স ও বেঙ্গল ওয়ারিয়র্স। নারায়ণগঞ্জের পয়েন্ট ৫, আজ মতলবকে হারানো বেঙ্গলের পয়েন্ট ৪। আগামীকাল বিকাল ৪টায় দুই দলের ম্যাচে চূড়ান্ত হবে এলিমিনেটর পর্বের দ্বিতীয় দল।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।