ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্বকাপে কলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
বিশ্বকাপে কলির ইতিহাস

বিশ্বকাপ শুটিংয়ে এর আগে বাংলাদেশের কোনো শুটারই ফাইনালে পৌঁছাতে পারেননি। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন কামরুন নাহার কলি।

জাকার্তায় চলমান বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ফাইনাল খেলে অষ্টম হয়েছেন এই শুটার।  

এর আগে বাছাইপর্বে ষষ্ঠ হয়েছিলেন কলি। তার স্কোর ছিল ৬২৮.৪। ফাইনালে আটজনের ১৪৮.৫ স্কোর নিয়ে অষ্টম হয়েছেন তিনি। ইভেন্টে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির মেসজারোস এস্তার। রৌপ্য জিতেছেন পোল্যান্ডের স্তাঙ্কিভিচ।  

বিশ্বকাপে কলির এই পারফরম্যান্সকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করলেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না, ‘আমরা কখনো বিশ্বকাপ শুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখাল। আমরা শুটিং অঙ্গন দারুণ গর্বিত। ’

কলি গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়শিপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে কোনো বাংলাদেশি শুটারের সর্বোচ্চ স্কোর।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।