ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু

বেগম লায়লা আলম ১৩তম ফিদে রেটিং নারী দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারসিয়া খুশবু।  

আজ (১৪ ফেব্রুয়ারি) সুলতানা কামাল স্মৃতি পাঠাগারে বাংলাদেশ পুলিশের ইশরাত জাহানের বিপক্ষে ড্র করে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় খুশবু।

 

বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও বাংলাদেশ পুলিশের ইশরাত জাহান দিবা ও নুশরাত জাহান আলো সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।  

৫ পয়েন্ট করে নিয়ে ৮ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা খেলোয়াড়রা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার খান নজরানা, বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, নুসরাত জাহান লিজা, আফরিন জাহান মুনিয়া ও জাহানারা হক।

প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সকল বয়সী মহিলা ও বালিকাদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।