ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
গোপালগঞ্জে কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা

গোপালগঞ্জ: শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে গোপালগঞ্জ অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা কাবাডি দল চ্যাম্পিয়ান হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহবুবুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসীন উদ্দীন, কাবাডি উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সদস্য সচিব মিরাজুল ইসলাম এবং হ্যান্ডবল উপকমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম নান্টু উপস্থিত ছিলেন। পরে খেলোয়াড়দের মাঝে ট্রাকসুট উপহার দেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।