ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
আর্জেন্টিনাকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে আর্জেন্টিনাকে হারিয়ে এ-গ্রপ থেকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। আজ শনিবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

ম্যাচটি ৪১-৩৭ পয়েন্টে জিতে নেয় ইংল্যান্ড।

যদিও ম্যাচের প্রথমার্ধে ২৭-১৮ পয়েন্টে এগিয়ে ছিল লাতিন দেশটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ইংলিশদের বিরুদ্ধে আর পেরে ওঠেনি। ৪ ম্যাচ থেকে ২ জয় ও ২ হারে ইংল্যান্ডের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। আর ৪ ম্যাচের ৪টিতে হারা আর্জেন্টিনা এখনো পয়েন্টে খাতাই খুলতে পারেনি।

বাংলাদেশ সময়ঃ ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।