ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দাপটের সঙ্গে খেলেই সিরিজ জিতেছে টাইগাররা: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
দাপটের সঙ্গে খেলেই সিরিজ জিতেছে টাইগাররা: জি এম কাদের

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

বুধবার (২৯ মার্চ) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

 

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দাপটের সঙ্গে খেলেই সিরিজ জিতেছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম থেকেই লড়াকু মেজাজে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।  

তিনি আশা প্রকাশ করে বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও টাইগারদের জয়ের ধারা অব্যাহত থাকবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।