ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে এই শিরোপা জেতেন।

একই পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ রানার-আপ হন।

গ্র্যান্ড মাস্টার জিয়া ও ফিদে মাস্টার জাভেদের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাই-ব্রেকিং অনুষ্ঠিত হয়। সেখানে গ্র্যান্ড মাস্টার জিয়া জয়লাভ করেন।

এছাড়া সাত পয়েন্ট করে অর্জন করেন বাকি ৫ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় তৃতীয়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক পঞ্চম স্থান লাভ করেন।

নবম রাউন্ডের খেলায় আজ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ও ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদে মাস্টার পরাগের সাথে ড্র করেন। ফিদে মাস্টার জাভেদ আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম মহিলা ফিদে মাস্টার নোশিনকে, ফিদে মাস্টার আমিন মাসুমকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজাকে, ফিদে মাস্টার সুব্রত মো. শরীয়তউল্লাহকে, ফিদে মাস্টার মাহফুজ মো. সাগরকে ও ক্যান্ডিডেট মাস্টার জামাল রুবেলকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।