ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জুনিয়র হকি এশিয়া কাপ

কঠিন গ্রুপে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
কঠিন গ্রুপে বাংলাদেশ

জুনিয়র হকি এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। আজ (১৩ এপ্রিল) জুনিয়র এশিয়া হকি কাপের গ্রুপিং প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। আসরে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান।

দুই গ্রুপে পাঁচটি করে মোট ১০টি দল। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সেখান থেকে গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। পরবর্তীতে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করা দল জুনিয়র হকির বিশ্বকাপ খেলবে।

বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকলেও প্রাথমিক লক্ষ্য সেমিতে উঠা। আপাতদৃষ্টিতে সেটাও অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।