ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

না ফেরার দেশে টেনিসের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন শোভন জামালী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
না ফেরার দেশে টেনিসের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন শোভন জামালী

দেশের টেনিসে পরিচিত নাম শোভন জামালী। বিভিন্ন আন্তর্জাতিক টেনিস আসরে দেশের প্রতিনিধিত্ব করা এই তারকা আজ (২৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

অস্ট্রেলিয়ার ক্যানবেরাতেই তার দাফন করা হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। তিনি কোলন ক্যান্সারে আক্তান্ত ছিলেন এবং দীর্ঘ দিন অস্ট্রেলিয়ায় প্রবাসি ছিলেন।

১৯৮৬ সাল থেকে শুরু করে ১৯৯৯ সাল পর্যন্ত মোট ১০ বার বাংলাদেশ ডেভিস কাপ দলের নির্ভরশীল খেলোয়াড় ছিলেন শোভন জামালী। যেখানে ৫৩টি ম্যাচ খেলে জয় পেয়েছেন ২৫ টিতেই। এছাড়া জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। তার বাবা টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালী।

এদিকে শোভন জামালীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।  
 

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।