ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রিবাকিনাকে হারিয়ে উইলম্বডনের সেমিতে জাবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
রিবাকিনাকে হারিয়ে উইলম্বডনের সেমিতে জাবের

উইলম্বডনের কোয়ার্টার ফাইনালে হেরে বসেন প্রথম সেট। তবে এরপরই ঘুরে দাঁড়ান ওন্স জাবের।

গতবারের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে হারিয়ে কোয়ালিফাই করলেন সেমিফাইনালে।

গতকাল নারী এককের কোয়ার্টার-ফাইনালে জাবের জেতেন ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১ গেমে। গত আসরের ফাইনালে প্রতিপক্ষ রিবাকিনার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল তিউনিসিয়ার এই তারকার। এবার সেটিরই প্রতিশোধ নেওয়া হলো।  

ফাইনালে ওঠার লড়াইয়ে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন জাবের। শেষ আটের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে ওঠেন বেলারুশের তারকা। দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা ম্যাচটি জেতেন ৬-২, ৬-৪ গেমে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।