ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কোচকে না জানিয়েই হকির দল চূড়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
কোচকে না জানিয়েই হকির দল চূড়ান্ত

এশিয়ান গেমসে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে হকি দল। নিয়ম অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে সকলকে নিজেদের দল চূড়ান্ত করতে হবে।

জানাতে হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। বাংলাদেশ হকি ফেডারেশনও দল চূড়ান্ত করেছে। কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না হকির কোরিয়ান কোচ ইয়াং কু কিম।

গত ২ জুলাই দেশে এসেছেন হকির নতুন কোরিয়ান কোচ। আজ (১৮ জুলাই) বিকেলে অনুশীলনের আগে ইয়াং কু কিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে দল চূড়ান্তের বিষয়ে কিছু্ই জানেন না বলে জানিয়েছেন তিনি। দল চূড়ান্ত প্রসঙ্গে কোচের ভাষ্য, তিনি এখনও খেলোয়াড়দের দেখছেন। বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা।  

এশিয়ান গেমসের মতো আসরে দল চূড়ান্ত হয়েছে অথচ কোচ জানেনই না বিষয়টি বিস্ময়কর! বাংলাদেশ হকি ফেডারেশনে সিলেকশন কমিটিও দল নির্বাচনে ভূমিকা রাখত। ফেডারেশনের নব নির্বাচিত কমিটি এখনও সাব কমিটি গঠন করতে পারেনি। তাই সাধারণ সম্পাদকই সকল কিছুর তত্ত্বাবধায়ন করছেন।  

বিদেশী এই কোচের সঙ্গে কাজ করছেন তিন দেশী কোচও। শুধু বিদেশী কোচ নয়, দল চূড়ান্তের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন দেশী কোচরাও।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।