ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবায় স্বর্ণপদক জয় খুশবুর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবায় স্বর্ণপদক জয় খুশবুর

উজবেকিস্তান এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড দাবায় বালিকা অনুর্ধ্ব-১১ বিভাগে বাংলাদেশ নৌ-বাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণপদক জয় করেছে।  

উজবেকস্তানের তাসখন্দে আজ (১৯ জুলাই) স্ট্যান্ডার্ড দাবার খেলার ৯ম রাউন্ড অনুষ্ঠিত হয়।

সাউথ পয়েন্ট স্কুল এর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী খুশবু ৯ খেলায় সাত পয়েন্ট অর্জন করে স্বর্ণপদকের জন্য কাজাখস্তান এর এবিলেকিযি বিবিসারার সঙ্গে ড্র করে। টাইব্রেকিং পদ্ধতিতে প্রথম হয়ে স্বর্ণপদক পায় খুশবু।  

১০টি দেশের ২২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছে।  

আগামীকাল ব্লিজ দাবার খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে এশিয়ার ১৭টি দেশের ৩২৪ জন দাবা খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭ ওপেন ও বালিকা) অংশগ্রহণ করছে।

উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবায় এটি খুশবু এর ২য় পদক। গত ১৪ জুলাই র‍্যাপিড দাবায় রৌপ্য পদক পেয়েছে সে। এর আগে খুশবু উজবেকিস্তান থেকে ২টি আন্তর্জাতিক দাবায় ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়েছিল ২০১৮ ও ২০১৯ সালে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।