ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বিশ্ব আর্চারিতে দিয়া-হাকিমের বিদায়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
বিশ্ব আর্চারিতে দিয়া-হাকিমের বিদায়

জার্মানির বার্লিনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়শিপে দলীয় ইভেন্টের মত একক ইভেন্টেও ব্যর্থতা সঙ্গী হয়েছে। দলীয় ইভেন্টে তারা এলিমিনেশন রাউন্ডে উঠতেই পারেননি।

অন্য দিকে আজ ব্যক্তিগত ইভেন্টে এলিমিনেশনের প্রথম স্তরেই বাদ পড়েছেন বাংলাদেশের আর্চাররা।

বাংলাদেশের অন্যতম সেরা আরর্চার দিয়া সিদ্দিকী রিকার্ভ নারী এককে এলিমিশেন রাউন্ডের প্রথম পর্বেই বাদ পড়েছেন। ১/৪৮ পর্যায়ে তিনি আমেরিকান আর্চার কাটালিনার সঙ্গে ২-৬ সেট পয়েন্টে হারেন। আমেরিকান এই আর্চারের সঙ্গে কোন প্রকার প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি তিনি। ২৮/২৫ পয়েন্টে প্রথম সেট জিতলেও পরের তিন সেট টানা হারায় পঞ্চম সেটের আর প্রয়োজন পড়েনি।  

রিকার্ভ এককে আরেক পুরুষ আর্চার আব্দুল হাকিম রুবেল অবশ্য এলিমিনেশনের এক স্তর পার করেছিলেন। ১/৪৮ স্তরে তিনি সার্বিয়ার আর্চার মিহাজলোকে পরাজিত করেন। সাগর প্রথম দুই সেট জিতে সহজ জয়ের পথেই ছিলেন। পরের দুই সেট হেরে চাপে পড়েন। পঞ্চম সেটটি ২৬/২৬ পয়েন্টে সমতা হওয়ায় ৫-৫ সেট পয়েন্টে খেলা শেষ হয়।

টাইব্রেকিংয়ের জন্য দুই আর্চার একটি করে তীর ছুড়েন। সার্বিয়ার মিহাজলো সাত স্কোর করেন। বাংলাদেশের রুবেলের তীর আটের কাছাকাছি হওয়ায় ১/২৪ রাউন্ডে খেলার সুযোগ পান। ১/২৪ রাউন্ডে অবশ্য রুবেল তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। চেক প্রজাতন্ত্রের জোসেফের সঙ্গে প্রথম সেট জিতেছিলেন রুবেল। পরের তিন সেট হারায় আর পঞ্চম সেটের প্রয়োজন পড়েনি।  

এছাড়া রাম কৃষ্ণ সাহা ব্রাজিলের আর্চার ম্যাথিউসের কাছে ৩-৭ সেট পয়েন্টে হেরেছেন। ২৮/২৭ পয়েন্টে রাম প্রথম সেট জিতেন। এর পরের দুই সেট হারেন। চতুর্থ সেট ২৫/২৫ পয়েন্টে ড্র করে ম্যাচটি পঞ্চম সেটে গড়িয়ে নেন। শেষ সেটে ব্রাজিলের ম্যাথিউস তিন তীর ছুড়ে ২৮ স্কোর করলেও বাংলাদেশের রাম করেন মাত্র ২২।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।