ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বক্সিংয়ের মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
বক্সিংয়ের মানোন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি

বাংলাদেশের বক্সিং খেলার মানোন্নয়নে অস্ট্রেলিয়ার এমজেএ প্লাটিনামের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের পক্ষে মো. আসাদুজ্জামান এবং অস্ট্রেলিয়ার পক্ষে মাইক অলট্রামোরা চুক্তিতে সই করেন।

এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের বক্সিংয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হল। শুধু তাই নয়, এই চুক্তির পাশাপাশি অস্ট্রেলিয়ান বক্সিং সংস্থার সঙ্গে ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটি’ নামক একটি সংগঠনও করা হয়েছে। এই সংগঠনটি দুই দেশের পেশাদার বক্সিংয়ের উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে একযোগে কাজ করে যাবে।

চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের বক্সিং খেলার মানোন্নয়ন এবং আরো বিকাশের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে। এতে বাংলাদেশের বক্সিং খেলা অনেক দূর এগিয়ে যাবে। ’ 

বাংলাদেশের বক্সিং উন্নয়নের জন্য মো. আসাদুজ্জামান সরকারের সুদৃষ্টি এবং সাহায্য-সহযোগিতা কামনা করেন। বক্সিং খেলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে এক অনন্য উচ্চতায় তুলে ধরা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই চুক্তির মধ্যে রয়েছে পেশাদার বক্সিংয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। পেশাদার বক্সার তৈরি, অস্ট্রেলিয়ায় খেলার আয়োজন, অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষক এদেশে পাঠানো সহ নানা বিষয়ে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।