ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

৩৬ বছর বয়সেই মারা গেলেন ‘ডব্লিউডব্লিউই’র জনপ্রিয় রেসলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
৩৬ বছর বয়সেই মারা গেলেন ‘ডব্লিউডব্লিউই’র জনপ্রিয় রেসলার

জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট ৩৬ বয়সেই মৃত্যুবরণ করেছেন। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) চিফ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক আজ সকালে টুইটারে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

যিনি ‘ট্রিপল এইচ’ নামে পরিচিত।  

ঠিক কি কারণে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় এই রেসলার, এই সম্পর্কে নিশ্চিত কিছু এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই তার। এই রোগের কারণেই বেশ কয়েকদিন ধরে রেসলিং থেকে দূরে ছিলেন তিনি। সর্বশেষ কোনো রেসলিংয়ে অংশগ্রহণ করেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে।  

ওয়াটের মৃত্যুর খবর দিয়ে ট্রিপল এইচ টুইটারে লিখেন, ‘ডব্লিউডব্লিউইর হল ফেম মাইক রোটুন্ডা ফোন করে জানান যে, উইন্ডহাম রোটুন্ডা মারা গিয়েছেন। রেসলিং পরিবারের আজীবন সদস্য ছিলেন উইন্ডহ্যাম রোটুন্ডা। তাকে ব্রে ওয়াট নামেও অনেকে চিনত। কিন্তু আজ আচমকাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সেইসঙ্গে আপনাদের কাছেও অনুরোধ করছি, এই কঠিন সময় ওর পরিবারের গোপনীয়তা বজায় রাখা হোক। ’

ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দুজনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।