ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শুক্রবার কোরিয়া যাচ্ছে টেবিল টেনিস দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
শুক্রবার কোরিয়া যাচ্ছে টেবিল টেনিস দল

এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়া যাবে বাংলাদেশ টেবিল টেনিস দল। প্রতিযোগিতার ২৬তম আসর বসবে ৩ থেকে ১০ সেপ্টেম্বর।

এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৮ খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড়।

পুরুষ খেলোয়াড়রা হচ্ছেন- মুহতাসিম আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, ইমরুল কায়েস ইমন ও নাফিজ ইকবাল।  

চার নারী খেলোয়াড় হচ্ছেন-সোনাম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ, রহিমা আক্তার ও খৈ খৈ সাই মারমা।  

চ্যাম্পিয়নশিপের ৭ ইভেন্টের সবগুলোতেই অংশ নেবে বাংলাদেশ। ইভেন্টগুলো হচ্ছে-পুরুষ দলগত, নারী দলগত, পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।