ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জাপানকে হারাল বাংলাদেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট,  স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
জাপানকে হারাল বাংলাদেশ 

বিশ্বকাপ বাছাই ‘ফাইভ এ সাইড’ এশিয়া হকিতে বাংলাদেশ আজ (৩১ আগস্ট)  জাপানকে ১০-৩ গোলে হারিয়েছে। আগের তিন ম্যাচেই হারা বাংলাদেশ আজ জয়ে ফিরেছে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় মিনিটই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য ৪-১ গোলের লিড নিয়েই মধ্য বিরতিতে যায়৷ পরের অর্ধে বাংলাদেশ আরো ৬ গোল করে ম্যাচ জিতে নেয়। দীন, সাইফুল তিনটি করে সারওয়ার ও আবেদ দুটি করে গোল করেন।  

ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করছে। নারী দল চ্যালেঞ্জার গ্রুপে তিনটি ম্যাচ জিতে অষ্টম হয়েছে। নারী দল দেশে ফেরার পথে রয়েছে৷ পুরুষ দল পড়েছে এলিট গ্রুপে। প্রথম তিন ম্যাচ হেরে আজ অবশেষে জয়ের মুখ দেখল। রাতে আরেকটি ম্যাচ রয়েছে বাংলাদেশের৷ 

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।