ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু রোববার

ঢাকা: আগামী ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ওয়ালটন-বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৩।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ক্র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।



এবারের স্পোর্টস ফেস্টিভ্যালে স্পন্সর করার জন্য ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্র্যাব সাধারণ সম্পাদক মামুনূর রশীদ বলেন, এবারের ফেস্টিভ্যালে প্রথমবারের মতো সদস্যদের স্ত্রীদের জন্য থাকছে লুডু খেলা প্রতিযোগিতা। এবারের ফেস্টিভ্যালের বিভিন্ন ইভেন্টে ক্র্যাবের সব সদস্যই আনন্দ ও উচ্ছাসের সঙ্গে অংশ নেবে।

আগামীতে ক্র্যাবের বিভিন্ন অনুষ্ঠানে ওয়াল্টনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আমরা চেষ্টা করছি যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে। বিভিন্ন সাংবাদিক সংগঠনকেও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে সহযোগিতা করা হচ্ছে। এটা অব্যাহত থাকবে।

আগামীতে ক্র্যাবের যেকোনো স্পোর্টস ফেস্টিভ্যালে বরাবরের মতো ওয়ালটন পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে এবার থাকছে দাবা, ক্যারাম (একক-দ্বৈত), অ্যাকশন ব্রিজ, কল ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন দৌড়, লুডু ও ফুটবল।

ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, কল্যাণ সম্পাদক ওয়াসীম সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক লতিফ রানা, আতাউর রহমান, সাবেক দপ্তর সম্পাদক দেব দুলাল মিত্র, সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।