ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ভারতীয় টুর্নামেন্টে খেলতে মোহামেডান-বসুন্ধরাকে আমন্ত্রণ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
ভারতীয় টুর্নামেন্টে খেলতে মোহামেডান-বসুন্ধরাকে আমন্ত্রণ

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে।

রোববার ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সেক্রেটারি অনির্বান দত্ত বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে মৌখিকভাবে এই আমন্ত্রণ জানিয়েছেন।

একই সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্সের কাছে মোহামেডানকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ক্লাবের ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন, ‘আলোচনা চলমান আছে। মৌখিক ভাবে দুই পক্ষ রাজি হয়েছে। দল, শিডিউল, ফরম্যাট নিয়ে এখনও আলোচনা চলছে। ’

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।