ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

আগের ম্যাচে জাপানের বিপক্ষে জিতলেও আজ ৫৫-১৮ পয়েন্টে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ কাবাডি দল। প্রথমার্ধেই বাংলাদেশ ২৪-৯ পয়েন্টে পিছিয়ে পড়ে।

ম্যাচে চারটি লোনা আদায় করে ভারত। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ মাত্র ৯ টি পয়েন্ট আদায় করতে সক্ষম হয়।  

আগামীকাল চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ জিতলে অন্তত সেমিফাইনালে খেলার আশা জিইয়ে থাকবে। পাঁচ দলের মধ্যে গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। কাবাডিতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।