ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় টার্গেটবল দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় টার্গেটবল দল

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল রাত ১১টায় ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় টার্গেটবল দল। আগামী ১২ থেকে ১৬ অক্টোবর মুর্শিদাবাদে ভারত জাতীয় টার্গেটবল দলের বিপক্ষে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশন। তারা জানায়, বাংলাদেশ টার্গেটবল দলের এটাই প্রথম কোনো বিদেশ সফর। প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে চান খেলোয়াড়রা। প্রস্তুতির জন্য দুই মাস অনুশীলন করেছে বাংলাদেশ দল। এর আগে ভারতের পুরুষ ও নারী দল বাংলাদেশ সফর করেছে। দু'বারই সিরিজ জিতেছে বাংলাদেশ। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার দেশের বাইরে গিয়ে সিরিজ জয়ের টার্গেট করেছে বাংলাদেশ দল।  

সফরে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে স্টারটেক লিমিটেড।

বাংলাদেশ দলে ১০ জন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলে ১৪ জনের দল। সিরিজ শুরুর জন্য হাতে সময় থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য আগেই ভারত যাচ্ছে বাংলাদেশ দল।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান স্টারটেক লিমিটেডের কো-অর্ডিনেটর সাব্বির আখতার, বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ইম্পেরিয়াল হোটেল এম ডি মশিউর রহমান সুমন, সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল টুলু ও বিএম শহিদুজ্জামান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক সৈয়দা তাসলিমা আক্তার, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ করিম।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।