ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

পুল থেকেই অবসর নিলেন অলিম্পিয়ান সাঁতারু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
পুল থেকেই অবসর নিলেন অলিম্পিয়ান সাঁতারু

বাংলাদেশের অনেক খেলার অনেক তারকা ক্রীড়াবিদ মাঠ থেকে অবসর নিতে পারেন না। সাঁতারের অনেক তারকার ক্ষেত্রে এটি ঘটেনি।

মাহফিজুর রহমান সাগর অবশ্য পুল থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন।

আজ (১৯ আগস্ট) জাতীয় সাতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ইভেন্ট শেষে বিদায় বলেছেন তিনি। পাবনা থেকে বেড়ে উঠা সাগরের সাঁতারের ক্যারিয়ার শুরু বিকেএসপি থেকে। বিকেএসপির সেই সাগর বাংলাদেশের সাঁতারের প্রতিনিধি ছিলেন এক যুগের বেশি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে বাংলাদেশ দলের পতাকা বহন করেছেন সাগর। ফ্রি স্টাইল ইভেন্টে ৫০ মিটার থেকে ১৫০০ মিটারে একচ্ছত্র স্বর্ণ ছিল টানা দীর্ঘদিন। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বেশ কয়েকবার। বয়সের সঙ্গে সঙ্গে কম দুরত্বে বেশি মনোযোগ দেন। আজ শেষ বার পুলে নামলেন ৫০ মিটার ফ্রি স্টাইলে পাবনার বেড়া ক্লাবের হয়ে।  

২০ বছর আগে জাতীয় সাঁতার শুরু করা সাগর বিদায়লগ্নে খানিকটা আবেগাক্রান্ত। পুলে কেটেছে জীবনের সোনালী সময়। সেই পুল ছাড়ার সিদ্ধান্ত বেশ কঠিন হলেও সঠিক সময়ে জায়গা ছাড়ার পরিকল্পনা ছিল তার, ‘সবাইকে এক সময় জায়গা ছাড়তে হয়। এটাই এখন সেরা সময় আমার বিদায় নেয়ার। ’

পুল থেকে বিদায় নিলেও পুলের কারিগর হিসেবে থাকছেন সাগর। ইতোমধ্যে জাতীয় দলে সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেছেন।  

বাংলাদেশে সাঁতারে সবচেয়ে বেশি পদক মোশাররফ হোসেনের। স্বর্ণের সংখ্যায় মোশাররফ শীর্ষে থাকলেও রৌপ্য, ব্রোঞ্জ মিলিয়ে সাগরের সুযোগ ছিল দেশের সাঁতারে সর্বোচ্চ পদক অর্জনের। এজন্য বিদায়লগ্নে খানিকটা আফসোস সাগরের কন্ঠে, ‘মোশাররফ স্যার কিংবদন্তি। আমি মাঝে বেশ কয়েকটি জাতীয় সাঁতার পাইনি। সেগুলো পেলে সব মিলিয়ে আমার পদক হয়তো সবচেয়ে বেশি থাকত। ’

২০১০-১৮ পর্যন্ত সাঁতার তো বটেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অন্যতম ক্রীড়াবিদ ছিলেন সাগর৷ ২০১৬ এসএ গেমসে ৭ টি ব্রোঞ্জ ও ২০১০ ঢাকা এসএ গেমসে রৌপ্য জিতলেও খানিকটা অতৃপ্তি রয়েছে দেশ সেরা সাঁতারুর, ‘এসএ গেমসে একটি স্বর্ণের প্রত্যাশা ছিল। খুব কাছাকাছিও ছিলাম। শেষ পর্যন্ত ভাগ্যে ছিল না। ’

সাগরের অর্জন:

  • আন্তর্জাতিক প্রতিযোগীতায়- স্বর্ণ ১টি, রৌপ্য ২টি, ব্রোঞ্জ ১০টি (সাফ গেমস ২টি রৌপ্য,৯ টি ব্রোঞ্জ)।
  • জাতীয় প্রতিযোগীতায় (২০০৫-২০২৩)- স্বর্ণ ৭১, ১৮টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ (বিকেএসপি,বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী)।
  • সেরা সাঁতারু (পুরুষ)- ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪।
  • আন্তঃবাহিনী- ২৩ টি স্বর্ণ, ৪ টি রৌপ্য (বাংলাদেশ নৌবাহিনী )।
  • আন্তঃবিশ্ববিদ্যালয়- ৩৬ টি স্বর্ণ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
  • আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা- ১৪টি স্বর্ণ, ৫ টি রৌপ্য, ৩টি ব্রোঞ্জ।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ:

  • অলিম্পিক গেমস: ২০১২,২০১৬।
  • ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (৫০মি): ২০১১,২০১৩,২০১৫,২০১৭।
  • ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (২৫মি:): ২০১২, ২০১৬, ২০১৮।
  • এশিয়ান গেমস-২০১৮।
  • কমনওয়েলথ গেমস-২০১০,২০১৪।
  • সাফ গেমস- ২০১০,২০১৬,২০১৯ ও অন্যান্য।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।