ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শুটার শারমিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শুটার শারমিন

২০০৪ সালের ইসলামাবাদ সাফ গেমসে স্বর্ণ জিতেছিলেন শুটার শারমিন আক্তার। এছাড়া অন্য প্রতিযোগিতায়ও আছে সাফল্য।

যার স্বীকৃতি স্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। সাম্প্রতিক সময়ে নিজের আবাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। যার প্রেক্ষিতে আজ (৫ নভেম্বর) রবিবার সোনাজয়ী শুটার প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ফ্ল্যাটের মূল্য হিসেবে ৮৪ লাখ ৩৮ হাজার ২০০ টাকার আর্থিক অনুদানের চেক পেয়েছেন।

প্রধানমন্ত্রীর অনুদানের চেক আজ দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।  

কৃতি ক্রীড়াবিদ শারমিন ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমার পাশে দাঁড়ানোর জন্য। ’ 

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘বিশ্বের ইতিহাসে আমাদের প্রধানমন্ত্রীর মতো মানবিক প্রধানমন্ত্রী আছে কি না আমার জানা নেই। এটি সত্যি নজিরবিহীন। প্রধানমন্ত্রীর কাছে যে কোনও খেলোয়াড় বা সংগঠক যার জন্য সাহায্যের আবেদন করি, তিনি কখনও খালি হাতে ফেরান না। ’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে সিডমানি হিসেবে ৫০ কোটি টাকা প্রদান করেছেন। যেখান থেকে আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসচ্ছল ও অসুস্থ এবং কৃতি খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছি। ’

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান বাদশা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।