বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতীম রাষ্ট্র জাপান। দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে এই সম্পর্ক বলবৎ।
সেই সূত্র ধরে ইমাম এবং জয়তুর সুযোগ মেলে আগামীকাল জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘হিউলিক দাইহাৎসু জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে’ খেলার। আন্তর্জাতিক এই আসরে প্রথমবার অংশ নিচ্ছে লাল-সবুজের দেশ। গত ৪ নভেম্বর বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টনের সাধারণ সম্পাদক এবং এক সময়ের তারকা শাটলার-জাতীয় কোচ এনায়েত উল্যা খানের নেতৃত্বে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন ইমাম এবং জয়তু।
এসএল-৪ ক্যাটাগরির এই দুই বিশেষ ক্রীড়াবিদ (প্রতিবন্ধী শাটলার) আগামীকাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে খেলবেন। টুর্নামেন্ট চলবে ১২ নভেম্বর পর্যন্ত। জাপানে পা রাখার আগে কোচ এনায়েতের অধীনে দীর্ঘ অনুশীলন-সেশন করেছেন ইমাম-জয়তু। আন্তর্জাতিক আসরটি খেলতে মুখিয়ে আছেন তারা।
টুর্নামেন্টের সার্বিক দিক সম্পর্কে জাপান থেকে মুঠোফোনে এনায়েত উল্যা খান জানান, জাপানের সার্বিক সহযোগিতা এবং যাবতীয় খরচে টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি, বাংলাদেশ) এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় জাহিদ আহসান রাসেল এমপি’র কল্যাণে আজ বিশেষ ক্রীড়াবিদরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে।
দুই যুগের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনে আছি। খেলোয়াড় থেকে কোচ-কর্মকর্তা হয়েছি। অনেক ঘাত-প্রতিঘাতের পর একজন খেলোয়াড় নিজেকে একটা অবস্থানে নিয়ে যেতে সক্ষম হন। আমাদের সময় এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এখন অনেক সহজতর হয়েছে। বিশেষ করে বর্তমান ক্রীড়ামন্ত্রী মহোদয় খেলোয়াড়দের সুযোগ-সুবিধায় অনেক বেশি আন্তরিক। ক্রীড়াবান্ধব একজন মন্ত্রী পেয়ে আমরা ধন্য। ’
এনায়েত আরো উল্লেখ করেন, ‘এনপিসির কাজকেও সাধুবাদ জানাতে হবে। এনপিসির প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা থেকে আন্তরিকভাবে তাদের কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এনপিসির মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান স্যার। অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ তিনি। ওনার সহযোগিতায় আগের চেয়ে আমাদের প্যারা খেলোয়াড়রা অনেক বেশি বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে। জাপানে যে দুজন প্লেয়ার খেলতে এসেছে তারা এসএল-৪ ক্যাটাগরির। ইমাম হোসেন এবং জয়তু ধর। জাপানে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমাদের খেলোয়াড়রা কোর্টে নামার জন্য মুখিয়ে আছেন। আশাকরি ছেলেরা টুর্নামেন্টে ভালো কিছু করবে। দেশবাসীসহ সকলের দোয়া চাই। ’
জাপানে থাকা দুই প্যারা শাটলার ইমাম এবং জয়তু জানান, ‘আমরা প্রথমবারের মতো এত বড় আসরে খেলার সুযোগ পাচ্ছি এজন্য জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনকে ধন্যবাদ। এনায়েত স্যার না থাকলে আমরা এই আসরে খেলার সুযোগ পেতাম না। স্যার আমাদের জন্য অনেক কাজ করছেন। জাপানে নিয়ে আসা থেকে আমাদের কোর্টে কিভাবে খেলতে হবে, কিভাবে খেতে হবে, কোথায় যাওয়া যাবে, কোথায় যাবে না- এসব বিষয়ে পূঙ্খানুপূঙ্খ নির্দেশনা প্রদান করছেন। আমরা এনপিসিকেও ধন্যবাদ জানাতে চাই। মাকসুদ স্যার আমাদের জন্য অনেক কষ্ট করেন। স্যারকেও ধন্যবাদ। জাপানে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, ভালো আছি। আগামীকাল থেকে টুর্নামেন্ট শুরু হবে। আমরা নিজেদের মতো প্রস্তুতি সেরে নিচ্ছি। আশাকরি টুর্নামেন্টে ভালো কিছুই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি। ’
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এআর/এএইচএস