ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিশ্বকাপে উইকেটের দ্রুততম ফিফটি শামির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
বিশ্বকাপে উইকেটের দ্রুততম ফিফটি শামির

ব্যাট হাতে শচীন টেন্ডুলকারের জোড়া রেকর্ড ভেঙে সব নজর কেড়ে নিয়েছেন বিরাট কোহলি। তবে বোলিংয়ে কিছুটা আলো নিজের দিকে টেনে নিলেন মোহাম্মদ শামি।

বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সময়ে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ডানহাতি পেসার।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কোহলি ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ভর করে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। ২টি উইকেট যায় শামির ঝুলিতে। তবে এরপর তৃতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল প্রতিরোধ গড়েছিলেন। ১৮১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে খেলায় রাখেন এই দুই ব্যাটার।


এই জুটি ভাঙতে যখন হিমশিম খাচ্ছিলেন ভারতীয় বোলাররা, তখন ত্রাতা হয়ে আসেন শামি। উইলিয়ামসনকে ফিরিয়ে জুটি ভাঙার পর টম লাথ্যামকে ফেরান খালি হাতে। আর তাতেই বিশ্বকাপে ৫০তম উইকেটের দেখা পেয়ে যান তিনি।

গোটা বিশ্বকাপেই বল হাতে এমন ছন্দে আছেন শামি। সেই ধারাবাহিকতায় মাত্র ১৭ ইনিংসে ৫০ উইকেটের মালিক হয়েছেন তিনি। এর আগে ১৯ ইনিংসে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে রেকর্ডের মালিক হয়েছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

বলের হিসাবেও ৫০ উইকেটের তালিকায় সবার ওপরে শামি। মাত্র ৭৯৫ বলে বিশ্বকাপে উইকেটের ফিফটি ছুঁয়েছেন তিনি। একই মাইলফলক ছুঁতে স্টার্ক বল করেছিলেন ৯৪১টি। সব মিলিয়ে মাত্র সপ্তম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেটের এলিট ক্লাবের সদস্য হয়েছেন শামি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।