ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কিংস অ্যারেনার প্রশংসায় লেবানন কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
কিংস অ্যারেনার প্রশংসায় লেবানন কোচ

দেশের ফুটবলে ভালো মাঠের সংকট বেশ পুরোনো। ফুটবলের মূল ভেন্যু ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

সেই স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে দীর্ঘদিন। ফুটবলে নতুন আশার আলো হয়ে এসেছে বসুন্ধরা কিংস অ্যারেনা।

মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল লেবানন। ১-১ সমতায় মাঠ ছেড়েছে র‌্যাংকিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা দলটি। ম্যাচের পর বিশ্বমানের স্টেডিয়ামটির প্রশংসা করেছেন লেবানন কোচ নিকোলা জোরসেভিচ।

ম্যাচ শেষে কিংস অ্যারেনা নিয়ে জানতে চাইলে জোরসেভিচ বলেন, ‘এটা দারুণ একটা মাঠ। এখানে খেলার পরিবেশটাও চমৎকার। এখানে বাংলাদেশ আজ ভালো খেলেছে। ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ’

বাংলাদেশের প্রসংশা করে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খেলায় বেশ উন্নতি করেছে। তারা কঠিন প্রতিপক্ষ। তাদের দলে বেশ কিছু ফুটবলার রয়েছে যারা কাউন্টার অ্যাটাকে ভয়ানক হয়ে উঠতে পারে। আজকের ম্যাচে বেশ কয়েকবারই তারা আমাদের কঠিন পরীক্ষা নিয়েছেন। আগামী ম্যাচে আমরা আরও সাবধানী থাকবো। ’

বাংলাদেশের বিপক্ষে ড্র করে হতাশ জোরসেভিচ। তিনি বলেন, ‘আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা প্রত্যাশানুযায়ী ভালো খেলতে পারিনি। বাংলাদেশ আজ ভালো খেলেছে। আমরা বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছি। তবে এখনো ম্যাচ বাকি আছে। আগামী ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।