ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সবুজের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
সবুজের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব।  

আজ শনিবার (৩০ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৯-১ গোলের ব্যবধানে পরাজিত করে মামুন-উর-রশিদের শিষ্যরা।

ডিফেন্ডার সোহানুর রহমান সুবজের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মেরিনার্স।  

এছাড়া জয়ী দলের খোরশেদুর রহমান জোড়া গোল করেন এবং সাদাফ সালেকীন, রাহিদ হোসেন ও ভারতের অজয় যাদব একটি করে গোল করেন। বাংলাদেশ এসসির জার্সিতে ম্যাচের একমাত্র গোলটি করেন ভারতের প্রিন্স কুমার।

আজ খেলার তৃতীয় মিনিটে সবুজের দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-০)। প্রথম কোয়ার্টারের আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে আবারো গোলের উৎসব মেরিনার্সের। সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে আবারও পেনাল্টি কর্নার থেকে সবুজের গোল। মেরিনার্স ৩-০ তে এগিয়ে যাওয়ার পাশাপাশি ম্যাচে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন সোহানুর রহমান সবুজ।  

খেলার তৃতীয় কোয়ার্টারের ৩৫ মিনিটে রাহিদের গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় মেরিনার্স (৪-০)। ৪০ মিনিটে অজয়ের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০ তে। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সবুজ। বাংলাদেশ এসসির বিরুদ্ধে মেরিনার্স এগিয়ে যায় ৬-০ ব্যবধানে।  

পরের মিনিটে আবারো গোল মেরিনার্সের। ৪৮ মিনিটে খোরশেদের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ গোলে। ৫১ মিনিটে খোরশেদের গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় মেরিনার্স (৮-০)। পরের মিনিটে সাদাফের গোলে ব্যবধান বাড়িয়ে ৯-০ তে নিয়ে যায় মেরিনার্স।  

খেলার ৫৯তম মিনিটে বাংলাদেশ এসসির হয়ে ম্যাচের সান্ত্বনাসূচক গোলটি করেন প্রিন্স কুমার (৯-১)।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।