ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মেরিনার্সকে হারিয়ে দুইয়ে মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
মেরিনার্সকে হারিয়ে দুইয়ে মোহামেডান

মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে হেরে শিরোপা স্বপ্ন ধূসর হয়ে গেছে মেরিনার্সের।

 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ সোমবার গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান জয় পেয়েছে ৩-২ ব্যবধানে।  

ম্যাচের প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় মোহামেডান। ১‌১তম মিনিটে দ্বীন ইসলাম ইমনের অসাধারণ ফিল্ড গোলে লিড নেয় আগের ম্যাচে আবাহনীর সঙ্গে ১-১-এ ড্র করা মোহামেডান। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য মেরিনার্স সমতা ফেরায়। ২৭তম মিনিটে অধিনায়ক ফজলে হোসেন রাব্বির ফিল্ড গোলে ফিরে সমতা।  

তৃতীয় কোয়ার্টারে মেরিনার্স লিড নিয়েছিল। ৩৯তম মিনিটে আবেদ উদ্দিন গোলটি করেন। যদিও ৪২তম মিনিটে মালয়েশিয়ান ফাইজাল বিন সারির ফিল্ড গোলে সমতায় ফিরে মোহামেডান। ৫৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের গোলে মোহামেডানের জয় নিশ্চিত হয়।  

শিরোপা লড়াইয়ে থাকা চার দলই খেলে ফেলেছে ৯টি করে ম্যাচ। ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আবাহনী। মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে ঊষা ক্রীড়া চক্রকে পেছনে ফেলে উঠে এসেছে দুইয়ে। ঊষার সংগ্রহ ২২। আর সুপার সিক্সের আগেই লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। ৯ ম্যাচে ৬ জয়, ২ হার ও ১ ড্রয়ে ১৯ পয়েন্টে তারা আছে চারে।  

প্রথম পর্বের শেষ ম্যাচে ক্লাব কাপজয়ী মেরিনার্সের প্রতিপক্ষ শীর্ষে থাকা আবাহনীর। সেই ম্যাচটা জিতলে তারা ফিরতে পারবে শিরোপা লড়াইয়ে। নয়তো এত বড় ব্যবধান ঘুচিয়ে শিরোপা পুনরুদ্ধার অনেকটাই অনিশ্চিত তাদের।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।