ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

অঘোষিত ‘ফাইনালের’ আগে মুখোমুখি অবস্থানে হকি ফেডারেশন-মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
অঘোষিত ‘ফাইনালের’ আগে মুখোমুখি অবস্থানে হকি ফেডারেশন-মোহামেডান

গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। তার আগেই তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে ঘিরে উত্তপ্ত হকি অঙ্গন।

মোহামেডান ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পাল্টাপাল্টি বক্তব্যে ছড়াচ্ছে উত্তাপ।

খেলার মাঠে, ডাগআউটে, ভিআইপি গ্যালারিতে বারবার তাদের প্রতি অবিচার করা হয়েছে অভিযোগ করে মোহামেডান লিগ বর্জনের হুমকি দিয়েছে। সর্বশেষ তারা বেঁকে বসেছে দলের সেরা খেলোয়াড় ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে শেষ ম্যাচে নিষিদ্ধ করায়। আবাহনীর বিপক্ষে যে ম্যাচ মোহামেডানের অঘোষিত ফাইনাল।

লিগ কমিটি মেহোমেডানকে চিঠি দিয়ে জানিয়েছে জিমির তিনটি হলুদ কার্ড হয়েছে। তাই পরের ম্যাচ খেলতে পারবেন না। মোহামেডানের দাবি কোনো খেলোয়াড়ের দুটি হলুদ কার্ড হওয়ার পর তা জানিয়ে ক্লাবে সতর্কতামূলক যে চিঠি দেওয়ার নিয়ম আছে বাইলজে, সে ধারা প্রয়োগ করেনি ফেডারেশন। তাই জিমিকে নিষিদ্ধ করা যাবে না। তাকে খেলতে দিতে হবে।

শেষ রাউন্ডের খেলার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। আবাহনী ও মেরিনার্সের সংগ্রহ ৩৪। শুক্রবার প্রথম ম্যাচে মেরিনার্স খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এই ম্যাচ জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩৭। দ্বিতীয় ম্যাচে আবাহনী যদি মোহামেডানকে হারায় তাহলে আকাশী-হলুদদের সংগ্রহও হবে ৩৭। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারিত হওয়ার কথা। আর যদি মোহামেডান জেতে, তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন। আর মোহামেডান-আবাহনী ম্যাচটা ড্র হলে শিরোপা থেকে যাবে মেরিনার্সের ঘরে।

এমন পরিস্থিতিতে জিমিকে নিয়ে কঠোর অবস্থানে মোহামেডানে। ক্লাবের হকি কর্মকর্তা সারওয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এবারের লিগে আমাদের সঙ্গে নানাভাবে বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। বিভিন্ন সময় আমাদের বিপক্ষে রায় হচ্ছে। নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে আমাদের দল। ’

জিমির কার্ড নিয়ে তার কথা, ‘জিমির বিষয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর সতর্কীকরণ চিঠি দিয়ে লিগ কমিটি আমাদের জানাবে। সেটা তারা জানায়নি। অথচ তিন কার্ডের পর তারা জানায় জিমি খেলতে পারবে না। ’

তিনি আরও যোগ করেন, ‘জিমির বিষয়টি নিয়ে ফেডারেশনকে আবারও আজ চিঠি দিয়েছি বাইলজের ধারা উল্লেখ করে। এ ব্যাপারে সমাধান না পেলে হয়তো আমরা খেলবো না। দল অনুশীলনের মধ্যে আছে। ফেডারেশনের জবাব পাওয়ার পর আমরা খেলবো কি খেলবো না, সেটা ক্লাব সভাপতির সঙ্গে আলোচনা করে কাল সিদ্ধান্ত নেবো। ’

মোহামেডান দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেছেন, ‘আমি নিজেও ফেডারেশনের যুগ্ম সম্পাদক। তবে ফেডারেশন আমাদের কারও কথাই শোনে না। ফেডারেশন চলছে একজনের কথায়। এভাবে চললে আমাদের ক্লাব সভাপতি বলেছেন, ফেডারেশন থেকে সবাইকে পদত্যাগ করতে। ’

মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স আম্পায়ার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে সরাসরি কাঠগড়ায় দাড় করিয়ে বলেন, ‘আম্পায়ারের উদ্দেশ্যই ছিল যে কোনো উপায়ে সে জিমিকে কার্ড দেবে যাতে সে ফাইনাল ম্যাচটা না খেলতে পারে। এর সঙ্গে ফেডারেশন কর্মকর্তারা জড়িত। ’ প্রিন্স সরাসরি ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পর্কে বলেন, ‘রাতের আধারে তিনি অনেক কিছু করছেন। বিশেষ ক্লাবকে তিনি সমর্থন করছেন। ’

মোহামেডানের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকরা ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের মুখোমুখি হয় মহানগর ফুটবল লিগ কমিটির সভা কক্ষে। সেখানে তিনি মোহামেডানের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন, ‘দুই হলুদ কার্ড পাওয়ার পর বিষয়টি অবহিত করা হয়েছে। প্রতি ম্যাচে স্কোর শিটে ম্যানেজার স্বাক্ষর করে। সেখানেও কার্ডের বিষয়টি উল্লেখ ছিল। ’ মোহামেডানের দাবি অবহিত করতে হবে চিঠির মাধ্যমে। ফেডারেশন সাধারণ সম্পাদকের যুক্তি মৌখিক অবগতও যথেষ্ট।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহামেডানের দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘গঠনতন্ত্র/বাইলজের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা বাইলজের মধ্যেই থাকব। মোহামেডান ঐতিহ্যবাহী দল তারা ক্লাব ও হকির স্বার্থে আগামীকালের ম্যাচে অংশগ্রহণ করে লিগ সুষ্ঠভাবে সম্পাদনে সহায়তা করবে সেই প্রত্যাশা করছি। ’

মোহামেডানের পয়েন্ট ৩৫। আবাহনী ও মেরিনার্সের সমান ৩৪। আগামীকাল দুই দলই জিতলে তাদের সমান ৩৭ পয়েন্ট হবে। অতীতে বাইলজে প্লে অফ থাকলেও দুই দলের সমঝোতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। লিগের বাইলজে স্পষ্ট উল্লেখ রয়েছে যুগ্ম শিরোপা নয় পয়েন্ট সমান হলে প্লে অফ অনুষ্ঠিত হবে। মোহামেডান জিমির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বাজে আম্পায়ারিং ছাড়াও একক শিরোপার দাবি জানিয়েছে। মোহামেডানের ক্ষেত্রে বাইলজের বিষয়টি জোরালোভাবে বললেও এই ব্যাপারে সাধারণ সম্পাদক এই বিষয়ে বাইলজের দিকে হাটেননি, ‘আগামীকাল দু’টি খেলা রয়েছে। মেরিনার্স ও আবাহনী জিতলে তখন দুই দলের পয়েন্ট সমান হবে। দুই ম্যাচে কি হবে আগাম বিষয় নিয়ে মন্তব্য করা যায় না। ’

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।