ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জাকার্তায় পুলিশ আর্চারি ক্লাবের জয়জয়কার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
জাকার্তায় পুলিশ আর্চারি ক্লাবের জয়জয়কার

ইন্দোনেশিয়ার জাকার্তায় সোনায় মোড়ানো একটা দিন কাটল বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের তীরন্দাজদের। সপ্তম কারতানি আরচারি চ্যাম্পিয়নশিপে ৩টি করে স্বর্ণ ও রূপা জিতেছে তারা।

এছাড়া রয়েছে দুটি ব্রোঞ্জ পদকও।

কম্পাউন্ডে ব্যক্তিগত ও র‌্যাংকিং রাউন্ডে স্বর্ণ জিতেছেন ভানরুম বম। আরেকটি স্বর্ণ জিতেছে রিকার্ভের অনূর্ধ্ব-১৫ বিভাগে নাহিদ হাসান। সে কোয়ালিফায়ারে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে। কম্পাউন্ডে আশিকুজ্জামান অনয় কোয়ালিফিকেশন ওয়ান ও টু-ইভেন্টে রুপা এবং ব্যক্তিগত ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।

আগামীকাল রিকার্ভ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তামিমুল হাসান ও জ্যোতি রাণী। প্রতিযোগিতায় আরব আমিরাত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,  সিঙ্গাপুরের তীরন্দাজরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের কোচের দায়িত্বে রয়েছে একে মামুন। তার অধীনে পুলিশের জয়যাত্রা চলছেই।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।