ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

পুলিশের তীরন্দাজদের বড় সাফল্য

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
পুলিশের তীরন্দাজদের বড় সাফল্য

ইন্দোনেশিয়ার জাকার্তায় দূর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশ পুলিশের তীরন্দাজরা। সপ্তম কারতানি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক আরচারি প্রতিযোগিতার শেষ দিনে আজ শনিবার আরও ৪টি স্বর্ণ এবং একটি করে রুপা ও ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব।

 তাতে প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন ৭টি স্বর্ণ, ৪টি রুপা ও ৩টি ব্রোঞ্জপদক। শেষ দিনে রিকার্ভের কোয়ালিফিকেশন রাউন্ড ওয়ান ও টু রাউন্ড এবং ব্যক্তিগত ইভেন্টে তামিমুল ইসলাম স্বর্ণপদক জিতেন। নারী বিভাগে রিকার্ভের কোয়ালিফিকেশন রাউন্ড টু’তে স্বর্ণপদক জিতেছেন জ্যোতি রানী মন্ডল। প্রথম দিন কম্পাউন্ডে ব্যক্তিগত ও র‌্যাংঙ্কিং রাউন্ডে ভানরুম বম এবং রিকার্ভের অনূর্ধ্ব-১৫ বিভাগে নাহিদ হাসান স্বর্ণপদক জিতেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।