ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

শেখ জামালের জন্মদিনে প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন পাপন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
শেখ জামালের জন্মদিনে প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন পাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। এ উপলক্ষে সাভারে অবস্থিত সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এ প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত ক্রীড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

 

পরিদর্শনকালে প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন নাজমুল হাসান পাপন। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন,  
'সিআরপি এর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও যোগাযোগ। যেভাবে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধীদের নিঃস্বার্থভাবে সেবা দিয়ে চলেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলরের মতো মানবিক ব্যক্তিত্ব পৃথিবীতে অনন্য। ' 

তিনি আরও বলেন, 'যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিবন্ধীদের ক্রীড়ার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। প্রতিবন্ধীদের জন্য জাতীয় সংসদের পাশেই একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আশা করছি, এ বছরই মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামটি উদ্বোধন করবেন। যার ফলে প্রতিবন্ধীরা আরও বেশি ক্রীড়া চর্চার সুযোগ পাবে। '

আজকের দিনটিকে সিআরপি পরিদর্শনের জন্য বেছে নেওয়ার কারণ হিসেবে মন্ত্রী বলেন, 'আজ শহীদ শেখ জামালের জন্মদিন। তিনি নিজেও একজন কৃতি খেলোয়াড় ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি ছিলেন আমার খুবই ঘনিষ্ঠ। তার জন্মদিনকে উদযাপনের জন্য আজ আমি সিআরপিতে এসেছি। তাদের (সিআরপি) জন্য কিছু ক্রীড়াসামগ্রী এনেছি। তাদেরকে বলেছি লিখিতভাবে তাদের চাহিদা জানাতে। আমরা আপনাদের সঙ্গে আছি। শুধু সরকারিভাবেই না, বেসরকারিভাবেও আপনাদের সহযোগিতা করা হবে। ' 

সিআরপি এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।