ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সুপার গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়ে ফাহাদের শুভসূচনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ৫, ২০২৪
সুপার  গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়ে  ফাহাদের শুভসূচনা

দুবাই পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টারস ইভেন্টে শুভসূচনা করেছেন ফাহাদ রহমান। প্রতিযোগিতার শীর্ষ বাছাই দাবাড়ু চীনের ২৭২৮ রেটিংপ্রাপ্ত সুপার গ্র্যান্ডমাস্টার ইউয়ি ইয়ানগির সঙ্গে ড্র করেছেন তিনি।

২৮টি দেশের ৪৭ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৪৮ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন নারী আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৩৫ জন দাবাড়ু এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ইউয়ি ইয়ানগির শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলেন। ৩৫ চাল পর্যন্ত আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অনেক ভালো অবস্থানে থাকলেও পরবর্তীতে ৭০ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার ইউয়ি ইয়ানগির সঙ্গে ড্র করেন।

দাবায় ক্যান্ডিডেট মাস্টার সর্বনিম্ন ও গ্র্যান্ডমাস্টার সর্বোচ্চ খেতাব। সুপার গ্র্যান্ডমাস্টার আনুষ্ঠানিক কোনো পদবী বা খেতাব না হলেও দাবায় ২৭০০ রেটিংয়ের বেশি দাবাড়ুদের সুপার গ্র্যান্ডমাস্টার হিসেবে অভিহিত করা হয়। ২৪৩৫ রেটিংধারী আন্তর্জাতিক মাস্টার ফাহাদের তাই সুপার গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে পয়েন্ট আদায় বড় অর্জনই। দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মার্কিন যুক্তরাস্ট্রের গ্র্যান্ড মাস্টার নিয়োম্যান হানস মোকের বিপক্ষে খেলবেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ০৫, ২০২৪ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।