ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ক্ষমা চাইলেন রোমান সানা, ফিরতে চান জাতীয় দলে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ৮, ২০২৪
ক্ষমা চাইলেন রোমান সানা, ফিরতে চান জাতীয় দলে

গত মার্চে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন রোমান সানা।  জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত জানিয়ে চমকে দিয়েছিলেন।

এ নিয়ে আর্চারি ফেডারেশনে চিঠি দেওয়ার পর গণমাধ্যমে ফেডারেশন, বেতন এবং অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দেশসেরা আর্চার।  

এর পরিপ্রেক্ষিতে ফেডারেশন জানিয়ে দেয়, রোমানকে ফিরতে হলে ক্ষমা চাইতে হবে। সেই অনুযায়ী এবার ক্ষমা চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রকাশ করেছেন জাতীয় দলে ফেরার আগ্রহও।

রোমানের চিঠি প্রসঙ্গে আজ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘সে (রোমান) ক্ষমা চেয়ে চিঠি দেবে বলে আমাকে জানিয়েছিল। ফেডারেশনে চিঠি জমা হওয়ার পর অফিস আমাকে অবহিত করেছে। ’ 

এর আগে ফেডারেশন রোমানের অব্যাহতিপত্র গ্রহণ করেছিল। নতুন চিঠিতে অব্যাহতিপত্র প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘(ফেডারেশনের) সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায়। সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে। ’ 

ফেডারেশনে পাঠানো চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। একইসঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে সুযোগও চেয়েছেন রোমান।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০৮, ২০২৪ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।